নিউজ ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ১ হাজার ৮১২ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ২৬ জন। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৯ হাজার ৩৩২জন। এখন পর্যন্ত দেশে মোট ৪ হাজার ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।
আজ ১৪ সেপ্টেম্বর, সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা গত ৪৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২ আগস্ট একদিনে এর চেয়ে কম, ২২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।
মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নতুন রোগী শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে। আগের দিন ১ হাজার ৪৭৬ জন রোগী শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ৩১ জনের। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এটা ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ।