নতুন মাইলফলকে প্রিয়াঙ্কা

নতুন মাইলফলকে প্রিয়াঙ্কা

নিউজ ডেস্কঃ

প্রিয়াঙ্কা চোপড়াকে ইদানিং বলিউডে কম দেখা গেলেও নিয়মিত কাজ করছেন হলিউডে। ‘কোয়েন্টিকো’ দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী এরইমধ্যে বেওয়াচ দ্য ম্যাট্রিক্স রেড়ারেকশনস’-এর মতো ছবিতে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে জুটি বেঁধেছেন দেশিগার্ল।

কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’। বহুভাষী এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ঢুকে গেলেন প্রিয়াঙ্কা। শুধুতাই-ই নয়, ‘সিটাডেল’-এ কাজ করে নিজের কর্মজীবনে আরও এক মাইলফলক পেরুলেন অভিনেত্রী। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম পুরুষ তারকার সমান পারিশ্রমিক পেয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমি গত ২২ বছর ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। এত দিনে আমি প্রায় ৭০টির বেশি ছবিতে কাজ করেছি। তবে এই প্রথম পুরুষ অভিনেতার সমান পারিশ্রমিক পেয়েছি। হতেই পারে হলিউডে হাতে গোনা যে কজন মহিলা ছবি নির্মাতা আছেন তাদের এক জনের সঙ্গে আমার চুক্তি হওয়ার কারণে আমি বর্তমানে সমান পারিশ্রমিক পেয়েছি।

যদি তিনি না থাকতেন তাহলে কী আমি সেই পারিশ্রমিক পেতাম!’ তবে ধীরে ধীরে পরিবর্তন আসছে ছবি নির্মাতাদের মানসিকতায়, বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি। মহিলা তারকারা যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন তাহলে ভবিষ্যতে পারিশ্রমিক বৈষম্য অনেক কমিয়ে আনা সম্ভব বলে বিশ্বাস প্রিয়াঙ্কার।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!