নারায়ণগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ

নারায়ণগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছে। আহতরা হলেন- রবি দত্ত, হোসেন ও হযরত আলী

শনিবার সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের তালপট্রি এলাকার একটি দুই তলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির নিচ তলায় ডালের গুদাম ছিল বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মণ্ডলপাড়া ফায়ার স্টেশন অফিসার হামিদুর রহমান। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নারায়ণগঞ্জ সদরে একটি বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন আহত আরো তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!