নারায়ণগঞ্জ ফোর মার্ডার রায় ৪ এপ্রিল

নারায়ণগঞ্জ ফোর মার্ডার রায় ৪ এপ্রিল

নিজস্ব প্রতিবেদকঃ

২০০২ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ চারজনকে হত্যার ঘটনায় করা মামলার ২৩ আসামির ফাঁসির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। আগামী ৪ এপ্রিল আদালত এ বিষয়ে রায় ঘোষণা করবেন।

গতকাল (১২ মার্চ) বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইবেঞ্চ এই আদেশ দেন।

এ দিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। এছাড়া আসামিদের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক খান ফরিদ।

এর আগে ২০১৭ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘটিত ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ২৩ আসামির ফাঁসির রায় দেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১৯ আসামির উপস্থিতিতে এই রায় দেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। পরবর্তীকালে নিম্ন আদালতের ওই রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় এবং আসামিরা খালাস চেয়ে আপিল করেন। তারই ধারাবাহিকতায় রোববার এ বিষয়ে হাইকোর্টে শুনানি হয়।

২০০২ সালের ১২ মার্চ বিলুপ্ত সদাসদি ইউনিয়নের (বর্তমান গোপালদী পৌরসভা) তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশুর নির্দেশে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামের ছোট ভাই আ. বারেক, তার ফুফাতো ভাই বাদল, আওয়ামী লীগ কর্মী ফারুক ও কবির হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত আ. বারেকের বাবা আজগর আলী মেম্বার বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে ২১ জনকে সাক্ষী এবং ২৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি সদাসদি ইউনিয়নের (বর্তমান গোপালদী পৌরসভা) তৎকালীন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার কাশুসহ মোট ১৯ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!