নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার

নেইমারের পায়ে সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্কঃ

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের ডান পায়ের গোড়ালিতে সফলভাবে অস্ত্রোপচার হয়েছে।

গতকাল (১০ মার্চ) সকালে দোহার এসপেতার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ব্রাজিলিয়ান সুপারস্টারের অস্ত্রোপচার সফল হয়েছে। দোহার এসপেতার হাসপাতালে পিটার ডি’হগে, জেমস কেলডার এবং ডা. রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার হয়। আপাতত তিনি (নেইমার) বিশ্রামে আছেন।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিঁলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালির পুরোনো ক্ষতের স্থানে আবারও আঘাত পান ব্রাজিলিয়ান তারকা। বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্টে অস্ত্রোপচার করতে হবে বলে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল।

এরপর এক বিবৃতিতে পিএসজি জানায়, নেইমার গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছেন। বড় ধরনের ক্ষতি এড়াতে তার লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন মেডিকেল স্টাফরা। দোহার একটি হাসপাতালে নেইমারের এই অস্ত্রোপচার হবে। এ জন্য তাকে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।

২০১৭ সালে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরি যেন ব্রাজিলিয়ান সেনসেশনের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এক শতাধিক ম্যাচ মিসও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

এদিকে ইনজুরিতে পড়লেও হাল ছাড়তে রাজি নন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে তিনি দাবি করেন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।

উল্লেখ্য, পিএসজির জার্সি গায়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন সেলেসাওদের এই পোস্টারবয়। ক্লাবটির হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোলে তার অবদান রয়েছে। এর মধ্যে তিনি করেছেন ১৮ গোল আর করিয়েছেন ১৬ গোল।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!