নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গোলাম রাব্বানী (৫২) নামে ভূমি অফিসের একজন অফিস সহকারী মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কেন্দুয়ার বালিজুরি গ্রামে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই কর্মচারী মারা যান।
গোলাম রব্বানীর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর গ্রামে। কিন্তু দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি কেন্দুয়ার বালিজুরি গ্রামে বসবাস করছেন। তিনি মদন উপজেলা ভূমি কার্যালয়ে কর্মরত।
মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম জানান, গত ২২ জুন গোলাম রব্বানীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ ল্যাবে পাঠানো হয়। ২৭ জুন তাঁর করোনা পজিটিভ ফলাফল আসে। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।