নেত্রকোনায় হাওড়ে ট্রলারডুবিতে ১৭ জনের মৃত্যু

নেত্রকোনায় হাওড়ে ট্রলারডুবিতে ১৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :  নেত্রকোনার মদন উপজেলার রাজালীকান্দা হাওরে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় কমপক্ষে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ট্রলারের আরও ৩০ যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন।

৫ আগস্ট, বুধবার  দুপুর দেড়টার দিকে ট্রলারডুবির এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর যে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে, তারা ময়মনসিংহের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী ছিলেন এবং হাওর দেখতে এসেছিলেন বলে জানা গেছে।

নেত্রকোনা পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানা গেছে, ওই ট্রলারে ৪৮ জন ছিলেন। তারা হাওর দেখতে এসেছিলেন। উচিতপুর ঘাট থেকে ট্রলারটি রওনা দিয়ে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। রাজালীকান্দা হাওর এলাকায় গিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৪৮ জনের মধ্যে ১৭ জনের উদ্ধার করা হয়েছে। বাকিদের মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও একজন এখন পর্যন্ত নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে।

ঘটনাস্থলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও প্রশাসন ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত আছেন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!