বিনোদন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ভোগের সৌদি আরব সংস্করণ ‘ভোগ-অ্যারাবিয়া’র আয়োজনে সৌদি আরবের মদিনার আল-উলা এলাকায় মডেল ফটোশুট করা হয়েছে। ওই ফটোশুটে খোলামেলা ও আঁটসাঁট পোশাকে সুপার মডেলদের দেখা গেছে।
“২৪ ঘন্টা আল-উলায় মনট ও কেট এর সাথে” শিরোনামে গত ৬ জুলাই এমন কিছু ছবি প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ভোগ ম্যাগাজিন তার সৌদি আরব সংস্করণে। ফটোশুটের এলাকাটি মুসলমানদের পবিত্র স্থান মদিনা শহর থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে বলে জানা গেছে।
২৪ ঘণ্টা ধরে চলা ওই শুটে অংশ নেন কেট মস, মার্সিয়া কার্লা বসকোনো, ক্যানডিস সোয়েনপোল, জর্ডান ডান, জিয়াও ওয়েন এবং অ্যালেক ওয়েকের মতো মডেলরা। ফটোশুটটির আয়োজন করেছেন লেবানীয় ডিজাইনার এলি মিজরাহি।
এদিকে সৌদি আরবের মদিনায় ‘ভোগ-অ্যারাবিয়া’ ম্যাগাজিনের ফটোশুট নিয়ে উঠেছে প্রবল বিতর্ক। পবিত্র নগরি মদিনায় এমন খোলামেলা ছবি প্রবল আপত্তির সৃষ্টি করেছে সৌদি আরবের মুসলিম সম্প্রদায়ের মধ্যে।
এক সৌদি বাসিন্দা টুইট পোস্টে লিখেছেন, ‘সৌদি আরব প্রশাসন নারীদের গাড়ি চালানোর স্বাধীনতা দেয় না, অথচ এরকম খোলামেলা ছবি তোলার আয়োজন করেছে।’
সোমাইয়া কামাল নামের এক আরবী নারী টুইট করেন, আল উলা এলাকায় বিদেশি একটি ম্যাগাজিন আমাদের সংস্কৃতিকে অবমাননা করে যে ফটোশ্যুট করেছে; তা বিশ্বাসীদের বিশ্বাসের স্তম্ভ ধরে নাড়া দিয়েছে। ব্যথিত করেছে তাদের হৃদয়কে।
মোহাম্মদ তোবা নামের অপর একজন লেখেন, কি আশ্চর্য ধাঁধাঁ। যখন হাজিয়া সোফিয়ায় আবার আযানের ধ্বনি উঠছে, ঠিক তখনই নগ্ন নারীদের পৃথিবীর পবিত্রতম বালুকাভূমিতে প্রদর্শন করা হচ্ছে।
সৌদি নারীদের প্রকৃত দুর্দশা তুলে ধরে হায়াত ইয়ামানি নামের এক নারী লিখেছেন, লুজেইন হাথৌলের মতো সৌদি নারীদের যখন ন্যায়সঙ্গত দাবির জন্য কারাবাস দেওয়া হয়েছে, ঠিক তখনই আল্লাহ প্রেরিত দূতের শহরে সুপারমডেলদের অর্ধ-নগ্ন হয়ে ছবি তোলার অনুমতি দেওয়া হয়েছে ।