পরিবহণে সর্বোচ্চ বরাদ্দ ৭৬ হাজার কোটি টাকা

পরিবহণে সর্বোচ্চ বরাদ্দ ৭৬ হাজার কোটি টাকা

নিউজ ডেস্কঃ

আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ গুরুত্ব পাবে পরিবহণ ও যোগাযোগ খাত। এ ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হচ্ছে ৭৫ হাজার ৯৪৪ কোটি ৬২ লাখ টাকা। চলতি সংশোধিত এডিপিতে এ খাতে বরাদ্দ আছে ৬১ হাজার ৮১০ কোটি ২১ লাখ টাকা।

তুলনামূলকভাবে বরাদ্দ বাড়ছে ১৪ হাজার ১৩৪ কোটি ৪১ লাখ টাকা। এ ছাড়া প্রকল্প হিসাবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

আর নতুন এডিপির আকার দাঁড়াচ্ছে মোট ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের এক লাখ ৬৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।

চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছর এডিপির আকার বাড়ছে ৬ দশমিক ৮ শতাংশ। বরাদ্দের এ প্রস্তাবসহ পুরো এডিপি অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খরবর সংশ্লিষ্ট সূত্রের।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বুধবার যুগান্তরকে বলেন, আগামী অর্থবছরের এডিপি তৈরিতে নীতিগত অনেক বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশেষ কৌশল নেওয়া হয়েছে।

এছাড়া প্রকৃতপক্ষে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রকল্প অগ্রাধিকার পেয়েছে। সেই সঙ্গে দুর্নীতি অনিয়ম দূর করে কীভাবে এডিপির বাস্তবায়ন বৃদ্ধি করা যায় সেসব বিষয়ে নজর রাখা হয়েছে। বর্তমান বাস্তবতার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে অর্থ বরাদ্দে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। আশা করছি এডিপি অনেক ভালো হয়েছে।

খাতভিত্তিক বরাদ্দ : পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আগামী ২০২৩-২৪ অর্থবছরের এডিপিতে ১৫টি খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো বিদ্যুৎ ও জ্বালানিতে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা। এ ছাড়া শিক্ষায় ২৯ হাজার ৮৮৯ কোটি ১২ লাখ টাকা। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলিতে ২৭ হাজার ৪৫ কোটি ৬৫ লাখ টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৮ হাজার ৮৮০ কোটি টাকা। স্বাস্থ্যে ১৬ হাজার ১৬ হাজার ২০৪ কোটি টাকা এবং কৃষিতে ১০ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। অন্যান্য খাতের মধ্যে সাধারণ সরকারি সেবায় দুই হাজার ১১৪ কোটি ৩০ লাখ টাকা। প্রতিরক্ষায় এক হাজার ১০ কোটি টাকা। জনশৃঙ্খলা ও সুরক্ষায় তিন হাজার ৪৩৬ কোটি ২৮ লাখ টাকা।

শিল্প ও অর্থনৈতিক সেবায় পাঁচ হাজার ৩৬২ কোটি ২২ লাখ টাকা। পরিবেশ-জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে আট হাজার ৯৯৫ কোটি ২১ লাখ টাকা। ধর্ম-সংস্কৃতি ও বিনোদনে দুই হাজার ২৯০ কোটি ২০ লাখ টাকা।

বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিতে পাঁচ হাজার ৩২১ কোটি ৩৭ লাখ টাকা এবং সামাজিক সুরক্ষা খাতে প্রস্তাব করা হয়েছে তিন হাজার ৩১৮ কোটি ৬৬ লাখ টাকা। এসব খাতে মোট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে দুই লাখ ৫৪ হাজার ৯১৩ কোটি ১৮ লাখ টাকা।

উন্নয়ন সহায়তায় বরাদ্দ : নতুন এডিপির প্রস্তাবিত খসড়া পর্যালোচনা করে দেখা যায় ১০টি উন্নয়ন সহায়তা খাতেও বরাদ্দ ধরা হয়েছে। এগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তায় প্রস্তাব করা হয়েছে ৮০০ কোটি টাকা। এছাড়া উপজেলা উন্নয়ন সহায়তায় ৭০০ কোটি টাকা। জেলা পরিষদ বাবদ উন্নয়ন সহায়তা ৫০০ কোটি। পৌরসভা উন্নয়ন সহায়তায় ৪০০ কোটি। সিটি করপোরেশন উন্নয়ন সহায়তায় ৪০০ কোটি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে ৩০০ কোটি পার্বত্য চট্টগ্রাম স্থাণীয় সরকার উন্নয়ন সহায়তায় ৯৫ কোটি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জন্য উন্নয়ন সহায়তা ৯৫ কোটি। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ছাড়া) ১০০ কোটি টাকা এবং বিশেষ প্রয়োজন উন্নয়ন সহায়তা হিসাবে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে চার হাজার ৬৯৬ কোটি ৮২ লাখ টাকা। এসব খাতে মোট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে আট হাজার ৮৬ কোটি ৮২ লাখ টাকা।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব বরাদ্দ : আগামী অর্থবছরের এডিপিতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বরাদ্দ ধরা হয়েছে ১১ হাজার ৬৭৪ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এক্ষেত্রে বরাদ্দ আছে আট হাজার ৯৯৪ কোটি টাকা। এ হিসাবে বরাদ্দ বাড়ছে দুই হাজার ৬৮০ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের মূল এডিপিতে বরাদ্দ ছিল নয় হাজার ৯৩৭ কোটি টাকা। সেই তুলনায় বাড়ছে মাত্র এক হাজার ৭৩৭ কোটি টাকা।

এডিপিতে প্রকল্প : আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প থাকছে এক হাজার ২১৮টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১১৮টি, কারিগরি সহায়তা প্রকল্প ৭৮টি এবং সম্ভাব্যতা সমীক্ষা যাচাই প্রকল্প রয়েছে ২২টি। নতুন এডিপিতে মোট প্রকল্পের মধ্যে বৈদেশিক অর্থায়ন রয়েছে এমন প্রকল্প আছে ২৬৭টি। এসব প্রকল্পে জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে এক লাখ ৩০ হাজার ৯৬৩ কোটি টাকা।

সূত্র জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপির আকার ছিল দুই লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের এক লাখ ৪৯ হাজার ১৬ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ৯২ হাজার ২০ কোটি টাকা ধরা হয়। তবে সম্প্রতি এডিপির আকার কাটছাঁট করে সংশোধিত এডিপি ধরা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৫৬১ কোটি টাকা।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!