পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস-উৎসব ভাতা অনুমোদন

পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস-উৎসব ভাতা অনুমোদন

নিজস্ব প্রতিবেদকঃ

এবার রমজানের মধ্যেই পড়েছে পয়লা বৈশাখ। এটি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য কিছুটা খুশির ব্যাপার। কারণ ঈদে বোনাসের পাশাপাশি এবার তারা বৈশাখী ভাতাও পাবেন।

সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীকে ঈদ বোনাস ও বৈশাখী ভাতা একত্রে দিতে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, গতকাল (রোববার) শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ভাতার আটটি চেক ছাড় করা হয়েছে। এখন ঈদ বোনাস ও উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করেছি। ইএমআইএস সেল থেকে এপ্রিল মাসের প্রাপ্য শিক্ষকদের সংখ্য চাওয়া হয়েছে। তারা পুরোদমে কাজ করছে। আশা করি দুই-একদিনের মধ্যে তালিকা পেয়ে যাব। তারপর বেতন শিট তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি জানান, আমরা চেষ্ট করছি দুটি বিল যেন একসঙ্গে দেওয়া যায়। না হলে একদম কাছাকাছি সময়ে যেন শিক্ষকরা পান সে চেষ্টা করছি।

আগামী ২১ অথবা ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর পয়লা বৈশাখ অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল। দুটি উৎসবই কাছাকাছি সময়ে। তাই মাউশির পক্ষ থেকে দুটি বিল একসঙ্গে করার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে প্রথমে বৈশাখী ভাতার বিল মন্ত্রণালয়ে পাঠানো হবে। কারণ বৈশাখী বিল ১৪ এপ্রিলের আগে দেওয়ার বাধ্যতাবাধকতা রয়েছে। তবে অধিদপ্তর থেকে এ দুটি বিল যেন একসঙ্গে দেওয়া যায় সে চেষ্টা করা হবে। কারণ ঈদের আগে দুটি বিল একসঙ্গে পেলে শিক্ষকরা যেমন খুশি হবেন, তেমনি এ টাকা দিয়ে পরিবারের ঈদের কেনাকাটাসহ আনুষঙ্গিক কাজ সারতে পারবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের বেতনের সরকারি অংশের এক মাসের মূল বেতনের ২৫ শতাংশ হারে ও কর্মচারীরা এক মাসের মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে দুটি উৎসব বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষে বৈশাখী ভাতা চালু হয়। সরকারি কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে আসছেন। এরপর বেসরকারি শিক্ষকরা এ ভাতার জন্য দাবি জানালে সরকার তাদেরকেও এর আওতায় আনেন। পাশাপাশি কিছু সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানও এ ভাতা দিয়ে আসছে।

মার্চ মাসের বেতনের চেক ব্যাংকে
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন-ভাতা ছাড় দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে এ টাকা উত্তোলন করতে বলা হয়েছে।রোববার (২ এপ্রিল) এ-সংক্রান্ত আটটি চেক ব্যাংকে ছাড় করা হয়েছে। এছাড়া চলতি সপ্তাহের মধ্যে ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন-ভাতার সরকারি অংশের টাকা অনুদান বণ্টনকারী ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান শাখায় এবং বাকি চারটি জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে মার্চের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!