নিজস্ব প্রতিবেদক :
২০০১ এসএসসি সাবেক ছাত্র-ছাত্রীদের ফেসবুক ভিত্তিক সংগঠন “প্রানের খুলনা ০১-০৩” এর খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিয়ে পূর্বাচলের হ্যাংআউট রেস্টুরেন্টে দিনব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়।
১৩ নভেম্বর, শুক্রবার সারাদিন ব্যাপী আয়োজনের মধ্যে ছিল সবাই সবার স্কুল জীবনের স্মৃতিচারন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিক্ষিকা ডালিয়া রহমান জেসির সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতি চারন করেন জি এম শামিম হোসেন, প্রকৌশলী সামসুজ্জামান বাবুল, প্রকৌশলী এস এম ফয়সাল হোসেন, আসলাম, তারেক, তানভীর,সুবর্ণা রহমান খান, এড. মারুফা, শারমিন রহমান, খোকন, রুবিনা রওফ, মঞ্জুর রশিদ, নুরে আলম পিটু ও ডাঃ তানিয়া হাফিজ প্রমুখ।
প্রানের খুলনার সাবেক ছাত্র ছাত্রী গন বলেন যে তারা সবাই যে যার জায়গা ভালো অবস্থানে আছেন, তাই সবাই মিলে খুলনা বিভাগের অসহায় মানুষের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কাজ করে যাবেন।