আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস করেছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে পশ্চিম তীরের শহর জেনিনের প্রবেশপথে কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল।
ফিলিস্তিনে যখন করোনার সংক্রমণ বাড়ছে ঠিক তখনি এই কেন্দ্রটি ধ্বংস করা হলো। করোনা পরীক্ষা কেন্দ্র ধ্বংসের আগে সেখানে পরীক্ষার কাজে ব্যবহৃত মেশিন এবং যন্ত্রপাতিও জব্দ করে দখলদার সেনারা। এই অমানবিক পদক্ষেপের খবরে ফিলিস্তিনে ক্ষোভ আরও বাড়ছে।
ফিলিস্তিনে এ পর্যন্ত মোট ৯ হাজার ৩৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৪ জন।