নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যম পড়ুয়া স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের পর হত্যার মামলায় তার বন্ধু ফারদিন ইফতেখার ওরফে দিহানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মামলাটির বিচার দ্রুত শেষ করতে বলেছেন আদালত।
আজ (১১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে তার আপিল নিষ্পত্তি করে রায় দেন। আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি।এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি জানান, বিচারিক আদালত দিহানের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দিহান। আজ আপিল নিষ্পত্তি করে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটির বিচার দ্রুত শেষ করতে বলেছেন আদালত।