বাংলাদেশ ক্রিকেট দল জয়ের অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট দল জয়ের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

গতকাল (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানান।

এদিন শেরে বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশের এ বিজয়ে ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়।

ফেসবুকে অভিনন্দন বার্তায় তিনি লেখেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করায় অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। স্বাধীনতার মাসে বাংলাদেশকে আরেকবার গর্বিত করায় ধন্যবাদ খেলোয়াড়দের, একই সাথে বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবাইকে।

এদিন ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার স্পিনারদের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভার শেষে ১১৭ রানেই আটকে যায় ইংলিশরা।

জবাবে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল। ৪৭ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!