বিএসএমএমইউতে ফ্রি প্লাস্টিক সার্জারির ৪র্থ ক্যাম্প ৩ ও ৪ মে

বিএসএমএমইউতে ফ্রি প্লাস্টিক সার্জারির ৪র্থ ক্যাম্প ৩ ও ৪ মে

নিজস্ব প্রতিবেদকঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ শেখ জামালের ৬৯তম জন্মদিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত হতে যাচ্ছে ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প। বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে আগামী ৩ ও ৪ মে দুইদিন চলবে এই ক্যাম্প।

বিএসএমএমইউ জানায়, এই দুইদিন জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। দুই দিনব্যাপী শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৪র্থ ক্যাম্প সার্বিক তত্ত্বাবধান করছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ এপ্রিল রোগী বাছাই করা হবে। ওই দুই দিন বহির্বিভাগ ভবন ২ এর ২০৬ নং কক্ষে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান সেবা নিতে ইচ্ছুক রোগীদের এই অনুরোধ করেন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!