বিনা খরচে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ  শিক্ষক

বিনা খরচে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ শিক্ষক

নিজস্ব প্রতিবেদকঃ

ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট প্রোগ্রামের জন্য দরখাস্ত আহ্বান করেছে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। এই প্রোগ্রামের আওতায় দেশের মাধ্যমিক স্তরের ইংরেজি, ইংরেজি ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক শিক্ষা বিষয়ের শিক্ষকরা ২০২৪ সালের জানুয়ারি অথবা সেপ্টেম্বরে দেশটিতে বিনা খরচে ছয় সপ্তাহের জন্য গমনের সুযোগ পাবেন। গতকাল দূতাবাস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেখানে তারা শিক্ষা বিষয়ক সেমিনারে যোগদানের সুযোগ পাবেন পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্কুলের শ্রেণিকক্ষের পরিবেশ, তাদের সংস্কৃতি, পাঠদান পদ্ধতি, শিক্ষা পদ্ধতি বিষয়ে জানবেন। অংশগ্রহণকারী শিক্ষকরা অন্তত ৪০ ঘণ্টা আয়োজক বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মাধ্যমিক স্কুলের শিক্ষকের অধীনে নানা বিষয়ে দেখবেন জানবেন শিখবেন। যা তাদের শিক্ষকতার পেশায় কাজে আসবে। তবে এই প্রোগ্রামের জন্য তাদের কোনো সনদ প্রদান করা হবে না।

আবেদন যোগ্যতা: আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তাকে অবশ্যই উল্লেখিত বিষয়ের পূর্ণকালীন শিক্ষক হতে হবে। শিক্ষকতায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকোত্তর স্তরের কোর্সওয়ার্ক সম্পন্ন করতে তাদের ইংরেজি ভাষায় মৌখিক এবং লিখিত ভালো দখল থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে দক্ষতা থাকতে হবে। এই দক্ষতা পূর্ণ হলেই আবেদন করতে বলা হয়েছে।

আবেদনের সময়সীমা: ১০ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত https://fulbright.irex.org/Account/Login?ReturnUrl=%2F ওয়েবসাইটে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে https://bd.usembassy.gov/29345/ ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!