বেরিয়ে এলো গোল্ডেন মনিরের চাঞ্চল্যকর তথ্য, আশীর্বাদ ছিলো মন্ত্রীসহ বেশ কজন আমলার

বেরিয়ে এলো গোল্ডেন মনিরের চাঞ্চল্যকর তথ্য, আশীর্বাদ ছিলো মন্ত্রীসহ বেশ কজন আমলার

নিউজ ডেস্ক:
রিমান্ডে অনেকের সাথে গোপন আতাতের হাড়ি ভেঙেছেন গোল্ডেন মনির। যা আশ্চর্য্য করেছে গোয়েন্দাদেরও। এক মন্ত্রীসহ বেশ কজন বড় আমলা, রাজউকের বহু প্রভাবশালী কর্মকর্তার নাম বলেছেন মনির। নামকরা এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানও ছিলেন তার বিভিন্ন কাজের সহযোগী। রিমান্ডে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি সরকারের উচ্চমহলেও জানিয়েছে আইনশৃংখলা বাহিনী।

গত নভেম্বরের ২০ তারিখ রাতে র‍্যাব যখন অভিযান শুরু করে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের প্রাসাদখানায়, তখন সামনে ছিলো নানা প্রশ্ন। কিন্তু পরেরদিন দুপুরের আগেই মিলে যায় অনেক উত্তর।

এরপর দুদফায় ২৭ দিনের রিমান্ডে বহু চাঞ্চল্যকর তথ্য দেন গোয়েন্দাদের কাছে। ২০০১ সালে  সোনা চোরাচালান ছেড়ে জমির ব্যবসায় চোখ ফেরান মনির। কোটি টাকা পর্যন্ত ঘুষ দিয়ে বাগিয়ে দিতেন কাজ।

গোয়েন্দা সূত্রে জানা যায়, একজন মন্ত্রী ও সচিবের প্রত্যক্ষ আশীর্বাদ ছিলো গোল্ডেন মনিরের ওপর। কয়েকজন জনপ্রতিনিধিকে নিয়মিত মাসোহারা দেয়ার অভিযোগও রয়েছে। একটি বিভাগের প্রধান প্রকৌশলী ছাড়াও রাজউকের শীর্ষ থেকে অফিস সহায়ক পর্যন্ত ছিলো তার কব্জায়।

গোল্ডেন মনিরকে বছরের পর বছর দুর্নীতি ও অনিয়মে সহায়তা করা আমলা ও কর্মকর্তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া শুরু করেছে গোয়েন্দা সংস্থা।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!