বৈরুর মত বিস্ফোরণ ঢাকায় হলে লক্ষাধিক মানুষ মারা যাবে

বৈরুর মত বিস্ফোরণ ঢাকায় হলে লক্ষাধিক মানুষ মারা যাবে

লেবাননের বৈরুতে যে মানের বিস্ফোরণ হয়েছে সে মানের বিস্ফোরণ ঢাকা শহরে হলে মানুষ মরবে কমপক্ষে দুই মিলিয়ন। বৈরুত এখনো দেড়’শ লোকের মৃত্যুর খবরও নিশ্চত করেনি।

এর কারণ হলো, বৈরুত তিন লাখ একষট্টি হাজার লোকের একটি শহর মাত্র, যা ঢাকা শহরের ছোটখাটো একটি গলির মানুষের চেয়েও কম। ঢাকা শহরে দিনের বেলায় মানুষ থাকে প্রায় দেড় কোটি।

কথা হলো, আমাদের ঢাকাতে ঐরকম বেহিসেবী বিস্ফোরক দাহ্য পদার্থের বহু ওয়্যারহাউজ কি পড়ে নেই ? আমরা জানি, বৈরুত থেকে বহুগুণে বেশিই আছে। এবং সম্ভবত মনিটরিংয়ের বাইরেই আছে বেশিরভাগ।

যদি একটি গুদাম বিশ্বাসঘাতকতা করে, তবে কি হবে ? ঢাকা হবে জাস্ট হাবিয়া দোজখ। অতএব প্রতিটি দুর্ঘটনা থেকে শিক্ষা নিন। সময় থাকতে সচেতন হোন।

লেখকঃ মোঃ গোলাম সরোয়ার
(গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক)

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!