নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৬ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়। মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা এবং শ্যামকুড় এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী-পুরুষসহ এদের গ্রেফতার করা হয়।
বিজিবি জানায়, গত ০৪ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে অবৈধ অনুপ্রবেশের সময় মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়। এসকল অনুপ্রবেশকারীদেরকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এবং যারা অবৈধভাবে বাংলাদেশে আসছে তাদের মাধ্যমে করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন মহেশপুর সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে আতঙ্কের মুখে গত বছর ও চলতি বছরের বিভিন্ন সময় বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩৬৩ জন ভারতীয়কে আটক করেছিল বিজিবি।