ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিল নেপাল

ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে নেপালের ক্যাবল অপারেটরা। ভারতীয় মিডিয়ায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে ভিত্তিহীন ও অবমাননাকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন সরকারি মুখপাত্র যুবরাজ খাতিওয়াড়া। এর কয়েকঘণ্টা পর থেকেই দেশটিতে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে যুবরাজ খাতিওয়াড়া বলেন, “আমাদের দেশের ভাবমূর্তি, জাতীয়তা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সম্পূর্ণ অধিকার সরকারের রয়েছে।” তিনি এ ধরনের সংবাদ প্রচার বন্ধ রাখতে ভারতীয় গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান।

এদিকে, নেপালের শাসক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জন ভট্টরাই একটি টুইটবার্তায় বলেন, ‘নয়া মানচিত্র প্রকাশের পর ভারতীয় সংবাদমাধ্যমে যে খবর আসছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই মনগড়া এবং ভুয়া রিপোর্টকে পুরোপুরি প্রত্যাখ্যান করছি। সেইসাথে আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বাধীনতার প্রশ্নে নেপালের সরকার এবং মানুষের ঐক্যবদ্ধ অবস্থানকে সম্মান জানানোর জন্য ওদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এর আগে, নেপালের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা ভারতীয় টিভি চ্যানেলের সমালোচনা করে বলেছিলেন, ‘সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই ছাইপাঁশ বন্ধ হোক।’

এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেন ক্যাবল অপারেটররা। এ প্রসঙ্গে নেপালে বিদেশি চ্যানেলগুলোর ডিস্ট্রিবিউটর মাল্টি-সিস্টেম অপারেটরের (এমএসও) চেয়ারম্যান দিনেশ সুবেদি গণমাধ্যমকে বলেন, ‘দূরদর্শন ছাড়া আমরা ভারতীয় সব বেসরকারি নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছি। তারা যেসব খবর সম্প্রচার করেছে, তা নেপালের জাতীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ কারণে এগুলো আর চালানো হবে না।’

নেপালের কেবল অপারেটর মেগা ম্যাক্স টিভি নেটওয়ার্কের সহ-সভাপতি ধ্রুব শর্মা জানিয়েছেন, সরকারের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য নেপালে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধ থাকবে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!