নিজস্ব প্রতিবেদক: প্রয়োজন অনুসারে ভার্চুয়াল আদালত চালানোর সুপারিশ করে এ সংক্রান্ত খসড়া আইন পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
আজ সোমবার (২৯ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন।
সংসদে বিলটি আসার পর তা পরীক্ষা-নিরীক্ষা এবং আইন বিশেষজ্ঞদের মত নিয়ে এই সুপারিশ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।
সংসদে তোলা বিলের ৫ ধারায় বলা ছিল-‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা ক্ষেত্রমত হাইকোর্ট বিভাগ সময় সময়, প্রাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে।”
সংসদীয় কমিটি এই ধারায় পরবির্তন আনার সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে ওই ধারার ‘সময় সময়’ শব্দ দুটির আগে ‘প্রয়োজন অনুসারে’ শব্দগুলো যোগ করা হয়েছে।
কোভিড-১৯ মহামারির মধ্যে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে গত ৭ মে মন্ত্রিসভা এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দেয়ার পর তার ভিত্তিতে ভার্চুয়াল আদালতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।