নিজস্ব প্রতিবেদকঃ
ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান (৪১), রহিম সিকদার (৪০) ও সেলিম শেখ ওরফে শুভ (৩৬)। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সিল বানিয়ে ভুয়া নিয়োগপত্র তৈরি করতেন তাঁরা। চাকরির নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে যাঁরা অকৃতকার্য হতেন, প্রলোভনের ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন ওই চক্রের সদস্যরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার প্রতারকদের কাছ থেকে স্বাস্থ্য অধিদপ্তর, সংসদ সচিবালয়, ভূমি অধিদপ্তর, যুব উন্নয়ন এবং সমাজসেবা অধিদপ্তরের ভুয়া সিল-স্বাক্ষর সংবলিত বেশ কয়েকটি ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়েছে। চক্রটি নিয়োগপত্রগুলো এত নিখুঁতভাবে তৈরি করেছে, যা প্রথম দেখে ভুয়া বোঝার উপায় নেই। কিন্তু পরে সংশ্নিষ্ট দপ্তরে চাকরিতে যোগদান করতে গিয়ে ভুক্তভোগীরা বুঝতে পারেন; তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এভাবে বহু মানুষকে ঠকিয়ে বিপুল টাকা আত্মসাৎ করেছে চক্রটি।