আন্তর্জাতিক ডেস্ক: আগামী আগস্ট মাস থেকে কাতারের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে দেশটি। আগামী ১ আগস্ট থেকে তারা যে কোন সময় কাতারে প্রবেশ বা বাহির হতে পারবেন। একই সাথে বিদেশে থাকা নাগরিকদেরও ফেরার অনুমতি দেয়া হবে।
কাতারের সরকারি যোগাযোগ অফিসের (জিসিও) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে করোনার কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করা হবে এবং প্রতি দুই সপ্তাহ পর পর এটি পর্যালোচনা করা হবে। করোনাভাইরাস সংক্রমণের কম ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আগত যাত্রীদের বিমানবন্দরেই শারীরিক নমুনা পরীক্ষা করা হবে এবং অন্তত সাতদিন হোম-কোয়ারেন্টাইনে থাকার প্রতিশ্রুতি দিতে হবে।
কম ঝুঁকিপূর্ণ দেশের ভ্রমণকারীদের মধ্যে যারা কাতারে প্রবেশের সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে স্বীকৃত কোনও পরীক্ষাকেন্দ্র থেকে করোনা নেগেটিভ সনদ পেয়েছেন, তাদের আর বিমানবন্দরে নমুনা পরীক্ষার প্রয়োজন হবে না।