নিজস্ব প্রতিবেদকঃ
বিতর্কিত মডেল সানাই মাহবুব করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হন।তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে আইসিইউতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে সানাইয়ের বড় ভাবি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সানাইয়ের অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিউতে নেওয়া হয়েছে।
এর আগে সানাই মাহবুব বলেন, ‘১০-১২দিন আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ আগস্ট) ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ।’
সেসময় সানাই মাহবুব আরো বলেন, আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।