মনিপুর স্কুল শিক্ষকরা এমপিওভুক্তির দাবি

মনিপুর স্কুল শিক্ষকরা এমপিওভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদকঃ

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের এমপিওভুক্তি কিংবা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীদের বেতন অন্যান্য স্কুলের তুলনায় অনেক কম। শুধু তাই নয়, আমরা শিক্ষকদের মুখে হাসি ফোটাতে চাই। আমাদের প্রবীণ ও নবীন শিক্ষকদের আরও ভালোভাবে এগিয়ে যাবে এই শিক্ষাপ্রতিষ্ঠান। আমি শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাবো- আমাদের শিক্ষকদের এমপিওভুক্ত করা হোক, জাতীয়করণ করা হোক।

শনিবার (১১ মার্চ) মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাক্তন প্রধান শিক্ষক দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কাজ করেছেন। আমরা ভালো ফল করছি, এটা শুধু অধ্যক্ষের নয়, সকলের কৃতিত্ব। আজকে অধ্যক্ষের বিষয়টি নিয়ে আদালতে পর্যন্ত গড়িয়েছে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। তাই উচ্চ আদালত থেকে নির্দেশনা দিয়েছেন, প্রবীণ শিক্ষক জাকির হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন।

‘অধ্যক্ষ ফরহাদ হোসেন এবং শিক্ষক জাকির হোসেনের বিষয়ে আদালতের কিছু নির্দেশনা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য হিসেবে এই প্রতিষ্ঠান রক্ষায় আদালত যে সিদ্ধান্ত নেবে, আমি সে মতে কাজ করার অঙ্গীকার করছি’ বলেন শিল্প প্রতিমন্ত্রী।

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন এই উদ্ভুত পরিস্থিতির বিষয়ে বলেন, ‘এডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেনকে বলি আদালতের চিঠি পেয়েছি। এরপর মাউশি থেকেও চিঠি পেয়েছি। কিন্তু তিন কর্মদিবসের মধ্যে দায়িত্ব নিতে হবে। এরই কারণে আমি দায়িত্ব নিতে গিয়েছিলাম। কামাল আহমেদ মজুমদার দেশে আসার সাথে সাথে আমরা তার কাছে যাই এবং সমাধানে আসি। আমি বলতে চাই, কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না।’

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!