নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ‘গ্রেপ্তার’ করেছে ডিবি পুলিশ। জামায়াতের ভাষ্য, শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের একটি বাড়িতে ইফতার মাহফিল থেকে তাঁদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়।
ভাটারা পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম আসাদুজ্জামান জানান, জামায়াতের কাউকে গ্রেপ্তারের খবর তাঁর জানা নেই। তবে ডিবি পুলিশের গুলশান অঞ্চলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জামায়াতের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখাতে পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
মুহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদেরও সদস্য। মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানিয়েছেন, বসুন্ধরা আবাসিক এলাকায় ভাটারা থানা জামায়াতের ইফতার মাহফিল ছিল। তাতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মহানগর উত্তরের আমির। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনটি গাড়িতে আসা সাদা পোশাকের ব্যক্তিরা ওই বাড়ি ঘিরে ফেলেন। ডিবি পুলিশ পরিচয়ে তাঁরা মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে তুলে নিয়ে যান। কোথায় নিয়ে গেছেন, তা জানাননি। আমিরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মহানগর উত্তর জামায়াত।