মাকেও ফিরে পেল তুরস্কের সেই অলৌকিক শিশু

মাকেও ফিরে পেল তুরস্কের সেই অলৌকিক শিশু

নিউজ ডেস্কঃ

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল ২ মাসের এক ফুটফুটে শিশুকে।
তখন আন্তর্জাতিক গণমাধ্যম শিশুটিকে মিরাকল বেবি বা ‘অলৌকিক শিশু’ হিসেবে বর্ণনা করা হয়।

তখন জানা গিয়েছিল, তার মা আর বেঁচে নেই। অবশেষে শিশুটির জন্য সুখবর এলো! তার মাও বেঁচে আছেন। সে কথা জানিয়েছেন ইউক্রেনের মন্ত্রী আন্তন জেরাশ্চেঙ্কো।

সোমবার একটি টুইট করেছেন আন্তন। সেখানে উদ্ধার হওয়ার পর সেই শিশুর ছবি এবং এখন মায়ের কোলে তার ছবি পাশাপাশি পোস্ট করেছেন।

লিখেছেন এই শিশুটিকে নিশ্চয়ই মনে আছে আপনাদের। তুরস্কে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর শিশুটি উদ্ধার হয়েছিল। তখন প্রকাশিত হয়েছিল যে শিশুটির মা মারা গিয়েছেন। প্রকৃত ঘটনা এই, শিশুটির মা বেঁচে আছেন। অন্য একটি হাসাপাতলে তার চিকিৎসা চলছে। ৫৪ দিন আলাদা থেকে ডিএনএ পরীক্ষার ফল প্রকাশের পর তারা মিলিত হয়েছেন।

ইউক্রেনের মন্ত্রীর টুইটটি প্রায় ৫১ লাখ মানুষ দেখেছেন। এতে সমাজিক যোগোযোগমাধ্যম ব্যবহারকারীরা উচ্ছ্বসিত।

অনেকেই লিখেছেন, ‘অলৌকিক’ শিশুর সঙ্গে আরও এক ‘অলৌকিক’ কাণ্ড ঘটল। অনেকেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

গত ১৩ ফেব্রুয়ারি শিশুটির উদ্ধারের পোস্ট করেছিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান। সেই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল। ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক। মারা গিয়েছিলেন ৫০ হাজার মানুষ। ১৯৩৯ সালের পর এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি সেখানে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!