নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে পূরণ হয়েছে হোয়ায়টওয়াশের স্বপ্নও। ইংল্যান্ড সিরিজের পর বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। আগামী সপ্তাহেই শুরু হবে আয়ারল্যান্ড সিরিজ। আর এই সিরিজের আগে একটি স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অধিনায়ক সাকিব আল হাসান। তার সাথে থাকছেন হিরো আলমও।
এদিকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্স পরিদর্শক মামুন ইমরান খানকে (৩৪) পুড়িয়ে হত্যা মামলার ৬ নম্বর পলাতক আসামি আরাভ খান। তার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকের উদ্বোধন করতে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সেই হত্যা মামলার এজাহার অনুযায়ী, আরাভের আসল নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। পুলিশে জমা দেয়া অভিযোগপত্রেও তাকে পলাতক আসামি দেখানো হয়েছে। পরে পাসপোর্টের নাম পরিবর্তন করে তিনি বিদেশে পালিয়ে যান।
হত্যা মামলার সাজা থেকে বাঁচতে আবু ইউসুফ লিমন নামে এক তরুণকে বিকেএসপিতে খেলার সুযোগের প্রলোভন দেখান আরাভ। এই প্রলোভনে লিমন আদালতে আরাভের বদলে আত্মসমর্পণ করে। পরে আদালত লিমনকে কারাগারে পাঠায়। এই ফাঁকে আরাভ ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তার সহায়তায় নকল পাসপোর্ট বানিয়ে দেশ ত্যাগ করে দুবাইয়ে চলে যায়। পরে এ বিষয়টি সবার জানাজানি হলে লিমনকে আদালত খালাস দেয়।
দুবাইয়ের আরাভ খানই পুলিশ পরিদর্শক মামুন হত্যার ৬ নম্বর পলাতক আসামি বলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ নিশ্চিত করেছে। ডিবি জানায়, পুলিশে জমা দেয়া অভিযোগপত্রেও তাকে পলাতক আসামি দেখানো হয়েছে।
এদিকে আজ (১৫ মার্চ) আরাভ জুয়েলার্স নামে একটি প্রতিষ্ঠান দুবাইয়ে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সাকিব সেখানে রয়েছেন। পলাতক আসামির দোকান উদ্বোধন সাকিবের অংশগ্রহণ নিয়ে দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।