খরচ কমাতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করছে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কর্মীদের পাঠানো এক চিঠিতে অ্যামাজনের সিইও বলেছেন, ছাঁটাইয়ের আওতায় আসা কর্মীদের ১৮ জানুয়ারি থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এর ফলে প্রতিষ্ঠানটির ৩ লাখ জনশক্তির মধ্যে ৬ শতাংশ লোক ছাঁটাইয়ের আওয়তায় পড়বে। সিইও বলেছেন, ঘোষণাটি সামনে আনা হয়েছে কারণ আমাদের এক সহকর্মী এই তথ্য সরবরাহ করছে।
অ্যান্ডি জ্যাসি বলেন, ‘আমরা তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে চাই, যারা ক্ষতিগ্রস্ত। তাদের ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যবীমা-সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা দেওয়া হবে।’ তিনি বলেন, ‘অনেক অনিশ্চিত ও কঠিন সময় পার করেছে অ্যামাজন। আশা করি অতীতের মতো আমরা ভবিষ্যতেও এমন পরিস্থিতি কাটিয়ে উঠব।’