নিজস্ব প্রতিবেদকঃ
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মার্চে হওয়ার সম্ভাবনা নেই। মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষা না হওয়ার বিষয়ে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
বিজ্ঞপ্তি অনুসারে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মার্চের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা ছিল। আগামী সপ্তাহেও বাংলাদেশ ব্যাংকের একটি নির্ধারিত পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষায় ১ লাখ ৫৫ হাজার প্রার্থী অংশ নেবেন।
১০ মার্চ ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল)’ পদের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৫৫ হাজার ৮৪৪ চাকরিপ্রার্থী। এই পরীক্ষার্থীদের অনেকে আবার ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রার্থী। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ব্যাংকের পরীক্ষার একই সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির পরীক্ষার সম্ভাব্য তারিখ দেয়া হয়েছিল। তাই মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি পিএসসি।
এদিকে ৪৫তম বিসিএসের আবেদন করতে গিয়ে সমস্যা হওয়ায় ক্যাডার ও নন-ক্যাডার পদের কোড সংশোধন করেছে পিএসসি। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।
এর আগে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, আমরা চেষ্টা করছিলাম মার্চের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার। কিন্তু এই সময়ের মধ্যে প্রেস থেকে পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করতে না পারায় সেটি সম্ভব হবে না। প্রেস থেকে কবে প্রশ্নপত্র দিতে পারবে, সেটি জানার পর একটি বৈঠক করে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ৪৫তম বিসিএসে ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেছেন। এবার মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার ও এক হাজার ২২ জনকে নন-ক্যাডার হিসেবে নিয়োগ দেয়া হবে।