নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মুহাম্মদ আহসানুল জব্বার। তিনি সদ্য অবসরে যাওয়া মো. জামাল উদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
৩০ জুলাই রাষ্ট্রপতিআদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আহসানুল জব্বারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরে যাওয়া জামাল উদ্দিনকে ২০১৭ সালের ২৯ জুন সংস্থাটির ডিজি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এই বছর ২১ জুলাই নিয়োগের মেয়াদ শেষে অবসরে যান তিনি।