মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম এর মৃত্যু

মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম এর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 
মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ২৫ আগস্ট, মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

নানা রকমের দুরারোগ্য রোগে ভুগছিলেন মিঃ দত্ত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মেয়ের বাসায় ছিলেন তিনি। গত শুক্রবার বাথরুমে পড়ে গিয়ে পায়ে ফ্র্যাকচার হয়েছিল তার। তখন তিনি অজ্ঞান হয়ে যান। ওই অবস্থায় তাকে ফ্লোরিডার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে ছিলেন, এরপরে তিনি মারা যান।

মিঃ দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।

মিঃ দত্ত ছিলেন বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বিজিবি) প্রথম ডিরেক্টর জেনারেল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে সরকার।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!