নিজস্ব প্রতিবেদক : পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনার বিচারের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
৪ আগস্ট, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন নাসিমা আক্তারের সঙ্গে। গণমাধ্যমে পাঠানো প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) রাশেরদের মাকে টেলিফোন করে সান্ত্বনা দিয়েছেন। রাশেদের পরিবারের কোনো ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন হলে সেটির আশ্বাসও দিয়েছেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফোন করে খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মেজর সিনহার মা নাসিমা আক্তার।
৩১ জুলাই, শুক্রবার রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।