নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে ওই মাইক্রোবাসের আট যাত্রী নিহত হয়েছে। আজ ১৮ আগস্ট, মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আরো দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটিতে মোট ১৪ জন যাত্রী ছিলেন। নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রিপা খাতুন (৩০), শামছুল হক (৬৫), রেজিনা খাতুন (৫৩), পাগলা থানার পারুল আক্তার (৫০), ভালুকা উপজেলার বেগম (৩০), মিলুয়ারা বেগম (৫৫), বুলবুলি আক্তার (৭) এবং তারাকান্দা উপজেলার নবী হোসেন (৩০)। জীবিত অবস্থায় উদ্ধার হন ভালুকার শাহজাহান (৪০), শারফুল (৩৬), মিজান (২৮), রাজু (২৭),পাগলার হাবীব ৫৫) ও গফরগাঁওয়ের রতন (৫৫)। নিহতদের মধ্যে ৮ জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি ইমারত হোসেন গাজী বলেন, নিহতদের মধ্যে একজন শিশু, ৫ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। গাড়ির চালক এখনও পলাতক। তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।