যদি মেয়র নাও হই, তবুও সারাজীবন মানুষের কল্যাণে কাজ করবো, সম্ভাব্য মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম(রিপন)

যদি মেয়র নাও হই, তবুও সারাজীবন মানুষের কল্যাণে কাজ করবো, সম্ভাব্য মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম(রিপন)

রাসেল আল জোবায়ের :   আমি সাইফুল ইসলাম (রিপন), একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পরিবার আদর্শ ও সততা অক্ষুন্ন রেখে গনমানুষের কল্যানে কাজ করে গিয়েছেন। আমার বাবা মরহুম ডাঃ নূরুল ইসলাম সাহেব মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত পরিবারের আদর্শ ও সততা অক্ষুন্ন রেখে মানুষের সেবা করে গিয়েছেন।

আমার মরহুম চাচা এডঃ সিরাজুল ইসলাম সাহেব গন পরিষদ সদস্য,সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত সততা ও আদর্শ অক্ষুন্ন রেখে মানুষের কল্যানে কাজ করে গিয়েছেন। উনারই সুযোগ্য সন্তান ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা এড.জাহিদুল ইসলাম রোমান ভাই যিনি পরিবারের আদর্শ অক্ষুন্ন রেখে সততার সাথে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন আমি সেই পরিবারের সন্তান হিসেবে পরিবারের আদর্শ অক্ষুন্ন রেখে সততার সহিত আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। তাই গনমানুষের কল্যানে কাজ করার প্রত্যয়ে আমি আগামী   “ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী”
ফরিদগঞ্জ পৌরসভায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে আমার উন্নয়ন কর্মকান্ড সমূহঃ
১নং ওয়ার্ড-
কেরোয়া মজিদিয়া মার্কেট জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা”
চরবসন্ত পাটওয়ারী বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা “(চলমান)
২ নং ওয়ার্ড-
কেরোয়া হোসনেয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় উন্নয়ন ২ লক্ষ টাকা(চলমান)
কেরোয়া মদিনাতুল উলুম মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
চর গুদারা জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা (চলমান)
৩ নং ওয়ার্ড-
মিরপুর মুন্সি বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
পূর্ব মিরপুর জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
নোয়াগাঁও আনছারিয়া জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
শাহাপুর সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান ২ লক্ষ টাকা
৪ নং ওয়ার্ড-
পূর্ব বড়ালী বরকোন্দাজ বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
ভাটির গাঁও জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
রুদ্র গাঁও ঈদ গাঁ উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
পূর্ব বড়ালী আল আমিন জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
পূর্ব বড়ালী শাহাজান কবির উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান ২ লক্ষ টাকা
৫ নং ওয়ার্ড-
চতুরা জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
পশ্চিম বড়ালী আজিম বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
পশ্চিম বড়ালী দিগির পাড় জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
পশ্চিম বড়ালী মন্তি খাঁ জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
৬ নং ওয়ার্ড-
চরহোগলা মিজি বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা”
পূর্ব সাফুয়া পন্ডিত বাড়ী জামে মসজিদের সামনে টয়লেট নির্মান(চলমান)
পূর্ব সাফুয়া লিটল ফ্লাওয়ার একাডেমিতে গভীর নলকূপ  স্থাপন(চলমান)
৭ নং ওয়ার্ড-
কাছিয়াড়া মহিলা মাদ্রাসা উন্নয়ন ১ লক্ষ টাকা
কাছিয়াড়া পলোয়ান বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
৮ নং ওয়ার্ড –
ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ ৫০ হাজার টাকা
ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী মসজিদ নির্মান ৩ লক্ষ টাকা(চলমান)
ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আসবাব পত্র নির্মান ২ লক্ষ টাকা”(চলমান)
ফরিদগঞ্জ শ্রী শ্রী লক্ষী জিউর আখরা উন্নয়ন ১ লক্ষ টাকা
দাশপাড়া মহাসস্মান উন্নয়ন ২ লক্ষ টাকা
দাশ পাড়া রাধা গোবিন্দ মন্দির উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
কাছিয়াড়া মুদি বাড়ী মনসা মন্দির উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
উত্তর কাছিয়াড়া জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
কাছিয়াড়া তপদার বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
কাছিয়াড়া বায়াতুল মামুর জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা”(চলমান)
কাছিয়াড়া পীর মুসলে উদ্দিন এতিমখানা উন্নয়ন ২ লক্ষ টাকা
৯ নং ওয়ার্ড-
চরকুমিরা চিসতিয়া জামে মসজিদ উন্নয়ন ৩ লক্ষ টাকা
চরকুমিরা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা উন্নয়ন ২ লক্ষ টাকা
পশ্চিম চরকুমিরা মহাব্বত আলী মিজি বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
চরকুমিরা হাজী বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
চরকুমিরা উদয়ন সেবা কেন্দ্রের সামনে গভীর নলকূপ স্থাপন
ভাটিয়ালপুর পাটওয়ারী বাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
ভাটিয়ালপুর জমজম জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা
ভাটিয়ালপুর মুন্সিবাড়ী জামে মসজিদ উন্নয়ন ১ লক্ষ টাকা(চলমান)
ইনশাআল্লাহ আমার এই উন্নয়ন কর্মকান্ড আমি আমৃত্যু পর্যন্ত চলমান রাখবো। আমি যদি মেয়র নাও হই তাও আমি সারাজীবন আপনাদের সুখে -দুঃখে বিপদে- আপদে গরীব ও অসহায় মানুষর কল্যানে কাজ করে যাবো কথা দিলাম। আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে এটা আমার ওয়াদা। আমার  জন্য সবাই দোয়া করবেন যাতে সারাজীবন এভাবেই গণমানুষের কল্যানে পাশে থাকতে পারি এবং ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা কামনা করছি।
সাইফুল ইসলাম(রিপন)
সদস্য, জেলা পরিষদ চাঁদপুর
সভাপতি, ম্যানেজিং কমিটি
ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!