যুক্তরাষ্ট্রে এবার গাড়িচাপায় নিহত ৭

যুক্তরাষ্ট্রে এবার গাড়িচাপায় নিহত ৭

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়িচাপায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার অঙ্গরাজ্যটির মেক্সিকো সীমান্তবর্তী শহর ব্রাউনসভিলের একটি বাস স্টপেজে গাড়িচাপায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের কাছেই গৃহহীন ও অভিবাসীদের জন্য একটি আশ্রয়কেন্দ্র রয়েছে।

গাড়িচাপার এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অভিযুক্ত চালককে আটক করে মামলা করা হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়।

নিহতদের বেশিরভাগই ভেনিজুয়েলার পুরুষ। অভিযুক্ত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মাদক ও অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে। তবে অভিযুক্ত ওই ব্যক্তি কর্তৃপক্ষকে অসহযোগিতা করছেন বলে জানা গেছে।

মার্কিন সীমান্ত সুরক্ষা কর্মকর্তাদের মতে, ব্রাউনসভিল শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের আগমন ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলে দেখা গেছে।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!