স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে অপ্রত্যাশিত এক বিয়োগগাথা চলছে। একে একে বাদ পড়ে গেছে বড় ক্লাবগুলো। টুর্নামেন্টে সফল দলগুলোর মধ্যে কেবল বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখই টিকে আছে এখন পর্যন্ত। ১৪ আগস্ট, শুক্রবার রাতে এই দুই দলের মধ্যে এক দলের বিদায় নিশ্চিত হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের এক লেগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটা শুরু হবে পর্তুগালের স্তাদিও দা লুজে।
বার্সা-বায়ার্নের লড়াইয়ের উত্তাপ ছড়াচ্ছে কদিন ধরেই। দুদলের অতীত ও বর্তমান উত্তাপ ছড়ানোর মতোই। দুই দলই এখন পর্যন্ত পাঁচবার করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। দুদলই সমান ১৮তম বারের মতো কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। দলীয় শক্তিতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
দুর্দান্ত ফর্মে আছে জার্মানির এক নম্বর ক্লাব বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগা ও জার্মান কাপ জিততে প্রতিযোগি দলগুলোকে পাত্তাই দেয়নি বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগেও আগুনে ফর্মে দলটি। এবারের মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে সবকটাতেই জিতেছে জার্মান জায়ান্টরা। তাদের সেরা তারকা রবার্ট লেভানডফস্কি আছেন আগুনে ফর্মে। মৌসুমে গোলের হাফ সেঞ্চুরি পেরিয়েছেন পোলিশ স্ট্রাইকার। কদিন আগে লেভাডফস্কিকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলারই বলে দিলেন বায়ার্ন মিউনিখের সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস।
বার্সেলোনা এবার লিগ জিততে পারেনি ঠিকই, তবে মেসি আছেন আগুনে ফর্মে। গত এক যুগের মতো এবারও বার্সেলোনাকে সামনে থেকে টেনেছেন। শেষ ষোলোর ম্যাচে নাপোলির বিপক্ষে যেভাবে খেললেন সেটা নিশ্চয় ভয়ের কারণ বায়ার্নের। অনেকে ম্যাচটাকে মেসি বনাম লেভাডফস্কির লড়াই হিসেবে ধরছেন।
ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় সরাসরি দেখাবে সনি টেন ২।