বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২ আগস্ট, রোববার রাতে উপজেলার নারগানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আজম খানের মালিকানাধীন কালীগঞ্জ উপজেলার নারগানা ইন্টারন্যাশনাল রিসোর্টে শতাধিক দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা রিসোর্টে আগুন লাগিয়ে আসবাবপত্র ও কয়েকটি এসি, টেলিভিশন, ফ্রিজ, দরজা ভেঙে নগদ টাকাসহ জিনিসপত্র লুটপাট করে। হামলাকারীরা নার্সারির কয়েকশ চারা গাছ কেটে ফেলে।
রিসোর্ট কর্তৃপক্ষের দাবি, স্থানীয় প্রতিপক্ষ রাজনৈতিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। কালীগঞ্জ থানা পুলিশের ওসি একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।