রুচির পরিবর্তন আনতে চান পূজা চেরি

রুচির পরিবর্তন আনতে চান পূজা চেরি

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের চলচ্চিত্রে সবসময় গতানুগতিক ধারায় নির্মিত হয় বেশিরভাগ সিনেমা। তবে এ গতানুগতিকের বিপরীতে সম্মতি দিয়েছেন অনেক তারকা। আর সেই সারিতে নাম লেখালেন চিত্রনায়িকা পূজা চেরি।

এই ঈদে নিজের অভিনীত সিনেমা ‘জ্বীন’ নিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এ অভিনেত্রী। গতানুগতিক গল্পের বাইরে অনেক কিছু উঠে এসেছে ভৌতিক আবহে তৈরি এ ছবিতে।

এ প্রসঙ্গে পূজা বলেন, নিজেদের রুচির পরিবর্তন করতে হবে। অনেকটাই রুচির পরিবর্তন হচ্ছেও। দর্শক একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তা হলে আমাদের পরিবর্তন আসবে না। তিনি আরও বলেন, এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন, মার মার-কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।

প্রসঙ্গত, ‘জ্বীন’ ছবিতে পূজার সঙ্গে জুটি বেঁধেছেন ছোটপর্দার অভিনেতা আব্দুন নূর সজল। আরও রয়েছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!