লাভের জন্য আবারো কর্মী ছাঁটাই করল মিশো

লাভের জন্য আবারো কর্মী ছাঁটাই করল মিশো

নিউজ ডেস্কঃ

আবারো কর্মী ছাঁটাই করছে ভারতের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান মিশো। ‘লাভের জন্য’ ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এতথ্য জানিয়েছে। ই-মেইলে কর্মীদের ছাঁটাইয়ের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ভিদিত আত্রে।

এই প্রসঙ্গে মিশোর এক মুখপাত্র বলেন, ‘আমরা একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি। টেকসই মুনাফা লাভের জন্য আমাদের একটি দুর্বল সাংগঠনিক কাঠামোর সঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরো জানান, যে কর্মীরা চাকরি হারাচ্ছেন তাদের ‘বিচ্ছেদ প্যাকেজ’ দেওয়া হবে। যেখানে কাজের মেয়াদ এবং পদের উপর ভিত্তি করে আড়াই মাস থেকে ৯ মাসের বেতন দেওয়া হবে। পাশাপাশি বিমার সুবিধা প্রদানও চালু রাখা হবে।

অন্য জায়গায় চাকরি খুঁজতে কর্মীদের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন মিশোর ওই মুখপাত্র। এর আগে গত বছর এপ্রিলে ১৫০ জন কর্মীকে বরখাস্ত করেছিল ই-কমার্স প্রতিষ্ঠান মিশো। আগস্ট মাসেও ৩০০ জনকে ছাঁটাই করেছিল।

জানা গেছে, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে সুপারস্টোর চালু করেছিল মিশো। কিন্তু গত বছর ভারতের ৯০ শতাংশের বেশি শহরে গ্রোসারি সুপারস্টোর বন্ধ করে দেওয়ায় চাকরি হারান ৩০০ কর্মী।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!