আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় দুটি স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে তুরস্ক। এ খবর দিয়েছে তুরস্কের দৈনিক ইয়ানি শাফাক পত্রিকা।
লিবিয়ার বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের কাছ থেকে বেশ কিছু অঞ্চল পুনর্দখলের জন্য যখন দেশটির সরকারি সেনারা অভিযান চালাচ্ছে তখন তুরস্ক লিবিয়ায় সেনা পাঠিয়েছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, কৌশলগত মিসরাতা বন্দরে তুরস্ক একটি ঘাঁটি করার পরিকল্পনা করেছে। এছাড়া, রাজধানী ত্রিপোলির দক্ষিণে আল-ওয়াতিয়া বিমান ঘাঁটিকে ব্যবহার করবে আঙ্কারা।
এরমধ্যে মিসরাতা বন্দরকে তুরস্ক নৌ ঘাঁটি হিসেবে ব্যবহার করবে যেখানে সহযোগী শক্তি হিসেবে বিমান বাহিনীকেও রাখা হবে। ইয়ানি শাফাক বলছে, তুর্কি বাহিনীকে লিবিয়া সরকার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার সুযোগ দেবে।
উল্লেখ্য যে, বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও সৌদি আরব।