বিনোদন ডেস্ক: বছরের ৬ মার্চ দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও নুসরাত ফারিয়া জুটির এই ছবিটি। দুজনই ইন্ডাস্ট্রির সেরা দুই তারকা। দুজনই কাজ করেছেন দুই বাংলার সিনেমায়। রয়েছে অগুনতি ভক্ত-অনুরাগী। স্বাভাবিকভাবেই অনেক প্রত্যাশা ছিলো এ ছবি নিয়ে।
কিন্তু প্রত্যাশার আকাশে সাফল্যের ঘুড়ি হয়ে উড়তে পারেনি ‘শাহেনশাহ’। মুক্তির প্রথম দিন থেকেই হলে ছিলো দর্শক খরা। শাকিবের নামে যেখানে দর্শকের ঢল নামে সেখানে এই ছবির বেলায় দেখা গেছে উল্টো চিত্র।
নতুন খবর হলো, লোকসানের সেই টাকা তুলতে আবারও হলে মুক্তি দেয়া হবে ‘শাহেনশাহ। শাপলা মিডিয়ার পক্ষে গণমাধ্যমে এই তথ্যই জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, শাকিব-নুসরাত অভিনীত ‘শাহেনশাহ’ মুক্তির দুদিন পরেই অর্থাৎ ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সিনেমা হলেও দর্শক কমতে থাকে। তাই ছবিটি তখন দর্শক ঠিকভাবে উপভোগ করতে পারেনি। সেই ভাবনা থেকে করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং আবারও সিনেমা হল খোলা হলে মুক্তি দেয়া হবে শাহেনশাহ।
খোজ নিয়ে জানা গেছে, আগামী ১৭ জুলাই কেবিনেটে মিটিং আছে সিনেমা হল খোলার ব্যাপারে। ঈদ উপলক্ষে সিনেমা হল খুলবে কিনা সেদিন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। কোরবানি ঈদে সিনেমা হল চালু হলে তখনই ‘শাহেনশাহ’ মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন শাপলা মিডিয়া।