নিজস্ব প্রতিবেদকঃ
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দূরত্ব বেড়েছে জনপ্রিয় নায়িকা পূজা চেরির। তাদের সম্পর্কের টানাপোড়েন এতোদূর গড়িয়েছে যে, দুইজনকে ভক্তরা একসঙ্গে কবে সিনেমায় দেখতে পাবেন তা নিয়ে দেখা দিয়েছে ঘোর অমানিশা।
শাকিব খান ও পূজা চেরি সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে দুইজনের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিলো।
শাকিবের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিলো পূজার। তখন শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর একটি স্ট্যাটাসে পূজা প্রাসঙ্গিক আলোচনায় চলে আসেন। শাকিবের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়।
এ ঘটনায় পূজা শাকিব খান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন। তবে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে সরকারি অনুদানের ‘মায়া’ সিনেমায় নায়িকা হওয়ার কথা ছিলো; কিন্তু এ সিনেমা থেকে সরে দাঁড়ালেন পূজা চেরি।
সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা চেরি লিখেছেন- প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিলো। কিন্তু আমি ‘মায়া’ সিনেমাটি করছি না।
তিনি আরো লিখেছেন, বেশ কিছু অনলাইনে দেখছি ‘মায়া’ সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। যদি গল্প পছন্দ হয়, তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়টি এখানেই শেষ হবে।