নিউজ ডেস্ক :
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে এনএসআই ও বিমানবন্দর কাস্টমস গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে।
জানায় গেছে, সকাল ৮টা ২০ মিনিটে রামেজিং করার সময় ফ্লাইটটির ৩৩ নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো ২টি বান্ডেল এবং ২৯ নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।যার বাজার মূল্য ১১ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমসের সহকারী কমিশনার এম মোরসালিন। তিনি বলেন সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আটক করা সবচেয়ে বড় চালান এটি।