শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ৩

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ৩

নিজস্ব প্রতিবেদকঃ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতায় দেশের আট জেলায় ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রবেশনারি পর্যায়ে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা অনুপস্থিত ছিলেন ২১ হাজার জন। এছাড়া পরীক্ষা থেকে তিনজন বহিষ্কার হয়েছেন।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৯টায় একইভাবে আট জেলায় কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আট জেলায় মোট ৭৮ হাজার ২৪৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও অংশ নেন ৫৭ হাজার ২৭৪ জন। এতে করে অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৬৯ জন। আর অসদুপায়ের দায়ে বহিষ্কার হয়েছেন তিনজন।

এর আগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা ৫ মে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা ৬ মে হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ এক লাখ ৫১ হাজার ৪৩৬ প্রার্থীকে ঐচ্ছিক বিষয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর এনটিআরসিএর অধীনে ৩০ ও ৩১ ডিসেম্বর হয় প্রিলিমিনারি পরীক্ষা।

প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ছয় লাখ ৮ হাজার ৪৯২ জন। এরমধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী তিন লাখ দুই হাজার ৪২২ জন ও কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ছিলেন দুই লাখ ১৫ হাজার ৮৭৯ জন।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!