নিজস্ব প্রতিবেদক : শিক্ষানবীশ নারী আইনজীবীকে (২৭) ধর্ষণের অভিযোগে রাজশাহীতে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে ধর্ষণ করে এর ভিডিও চিত্র ধারণ করে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় দেড় বছর ধরে ওই শিক্ষানবীশ নারী আইনজীবীকে ধর্ষণ করার অভিযোগ এনে চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। ২৫ জুলাই, শনিবার দুপুরে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে আটক করে।
আটককৃত ওই চিকিৎসকের নাম সাখাওয়াত হোসেন রানা (৪০)। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ। তিনি বিবাহিত, স্ত্রী-সন্তান রয়েছে, নগরীর টিকাপাড়া এলাকায় ভাড়া থাকেন এবং গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়।
অপরদিকে, ধর্ষণের শিকার শিক্ষানবীশ নারী আইনজীবী অবিবাহিত, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। বান্ধবীর সঙ্গে ভাড়া থাকেন এবং জেলা জজ আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, কিছু ভিডিওচিত্র উদ্ধার করা হয়েছে। তবে চিকিৎসক দাবি করছেন, জোর করে নয়। প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর অভিযুক্ত চিকিৎসককে রবিবার আদালতে সোপর্দ করা হবে।