নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানকে টিউশন ফি আদায়ের চাপ না দিতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা দেয়া হলেও তা মানছে না অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। নানা কৌশলে, ভয়ভীতি দেখিয়ে অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এ নিয়ম মানছে না। তারা বলছেন, আমাদের প্রতিষ্ঠান চলে শিক্ষার্থীদের টিউশন ফি এবং আনুষঙ্গিক ফির ওপর নির্ভর করে। আমরা যদি শিক্ষার্থীদের কাছ টিউশন ফি আদায় করতে না পারি তাহলে শিক্ষক-কর্মচারীসহ অন্যদের বেতন কীভাবে দেব? যে কারণে টিউশন ফি আদায়ের বিকল্প দেখছি না।
ঢাকা শিক্ষা বোর্ড বলছে, ইতোমধ্যে টিউশন ফি আদায়ের বিষয়ে চাপ না দিতে নির্দেশনা দেয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রাজধানীর একটি স্বনামধন্য স্কুলশিক্ষার্থীর অভিভাবক মোহাম্মাদ শামসুদ্দিন বলেন, যেখানে সরকার প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলছে সেখানে প্রতিষ্ঠান আমাদের নানাভাবে টিউশন ফি প্রদানের জন্য বলা হচ্ছে। ই-মেইল করে, এসএমএস করে, বিকাশ-রকেটের মাধ্যমে টাকা পরিশোধের নির্দেশ দেয়া হচ্ছে। এ পরিস্থিতিতে এমন অমানবিক কাজ করা প্রতিষ্ঠানগুলোর একদমই উচিত হচ্ছে না।