খেলাধুলা ডেস্ক : মাত্র ২ পয়েন্ট পেলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। যা হতে পারে বৃহস্পতিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেই। ঘরের মাঠে সেদিন জয় পেলেই ২০১৬-১৭ মৌসুমের পর ফের লিগ চ্যাম্পিয়ন হবে রিয়াল।
তাদের শিরোপা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে গ্রানাডার মাঠ থেকে ২-১ গোল জয় নিয়ে ফেরায়। সোমবার রাতের ম্যাচে মাত্র ১৬ মিনিটের মধ্যেই জোড়া গোল করে জিনেদিন জিদানের শিষ্যরা। দাপট দেখায় প্রথমার্ধের প্রায় পুরোটা সময়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছিল গ্রানাডা। তবে পারেনি রিয়ালের করা দুই গোলের জবাব দিতে।
ম্যাচের ১০ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় প্রথম গোল করেন ফারল্যান্ড মেন্ডি। এর মিনিট ছয়েক পর লুকা মদ্রিচের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। লিগে এটি তার ১৯তম গোল। প্রথমার্ধে আরও কিছু সুযোগ এসেছিল রিয়ালের সামনে। তবে কাজে লাগাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৫ মিনিটের মধ্যেই রিয়ালকে এক গোল শোধ করে দেয় গ্রানাডা। মাঝমাঠে ক্যাসিমেরোর ভুলে বল পান ইয়াঙ্গেল হেরেইরা। তার পাস ধরে কর্তোয়াকে পরাস্ত করেন ডারউইন ম্যাচিস। টানা ৫০৭ মিনিট নিজের অক্ষত রাখার পর গোল হজম করেন কর্তোয়া। এরপর আরও কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি গ্রানাডা।