নিউজ ডেস্ক :
উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি জানিয়েছেন, প্রয়োজনে ওই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলাও হতে পারে। এ ধরনের ব্যবস্থা নিলে নির্বাচন পরিচালনায় মাঠ প্রশাসনে স্বস্তি ফিরবে বলেও মনে করেন তিনি।
এর আগে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৈঠকে উপ-নির্বাচনে দলীয় কর্মী ও পোলিং এজেন্টদের নিরাপত্তা বাড়ানো আহবান জানায় বিএনপি। বিএনপির প্রার্থীর ওপর হামলাসহ সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা।