সব রেকর্ড ভেঙ্গে সিনেমা এখন ‌পাঠান

সব রেকর্ড ভেঙ্গে সিনেমা এখন ‌পাঠান

 নিজস্ব প্রতিবেদকঃ

বড় পর্দায় “পাঠান” মুক্তির এক মাস পেরিয়ে বক্স অফিসে সিনেমাটির জয়যাত্রা চলছে তো চলছেই। মুক্তির প্রথম দিন থেকেই একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে বলিউড ইতিহাসেই ধরাছোঁয়ার বাইরে গিয়ে আলাদা জায়গা করে নিচ্ছে অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রটি।

সেই ধারাবাহিকতার শুক্রবার (৩ মার্চ) অর্থাৎ মুক্তির ৩৮তম দিনে এসে নতুন ইতিহাস গড়ল “পাঠান”। স্পাই থ্রিলার ঘরানার চলচ্চিত্রটি বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সিনেমা হিসেবে ভারত থেকে ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে আগেই। এবার ভারত থেকে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হওয়ারও রেকর্ড গড়েছে “পাঠান”। বলিউডের সিনেমা ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ সালে মুক্তি পাওয়া “বাহুবালি ২” এক অকল্পনীয় কীর্তি গড়েছিল। প্যান ইন্ডিয়ান এ সিনেমাটির হিন্দি সংস্করণের আয় ছিল ৫১১ কোটি রুপি। তারপর গত ছয় বছর ধরে এটিই ছিল ভারত থেকে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র। কোনো প্যান ইন্ডিয়ান সিনেমাই এ রেকর্ড ভাঙতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। তবে গত চার বছর ধরে বড় পর্দায় অনুপস্থিত শাহরুখের “পাঠান”ই সেই রেকর্ড ভেঙে দিলো।

ইতোমধ্যে বিশ্বব্যাপী “পাঠান”র সিনেমাটির আয় এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে। বলিউড ইন্ডাস্ট্রির দ্বিতীয় এবং ভারতের পঞ্চম সিনেমা হিসেবে বিশ্বব্যাপী হাজার কোটি রুপি আয়ের কীর্তি গড়ল “পাঠান” সিনেমাটি। এর আগে ভারতের যেসব চলচ্চিত্র এ মাইলফলক ছুঁয়েছে, সেগুলো হলো- আমির খানের “দঙ্গল”, প্রভাসের “বাহুবালি ২”, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির “আরআরআর” এবং যশের “কেজিএফ ২।

মুক্তির আগে কিছুটা বিতর্কের মুখে পড়লেও সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অবশেষে মুক্তি পায় “পাঠান”। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গত ২৫ জানুয়ারি দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হয় সিনেমাটির প্রদর্শনী। প্রদর্শনী শুরু হওয়ার পর দর্শক-সমালোচক দুই মহলেই দারুণ প্রশংসিত হয় সিনেমাটি।

পাঠান” সিনেমাটি মুক্তির আগে একাধিক বিতর্কে জর্জরিত হন শাহরুখ-দীপিকারা। ছবিটির “বেশরম রং” গান নিয়ে বিতর্কের শেষ ছিল না, এ নিয়ে ছবি বয়কটের ডাকও ওঠে। দীপিকাকে গেরুয়া বিকিনিতে দেখে মেজাজ হারিয়েছিল একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাধা পেরিয়ে সুস্থ পরিবেশে মুক্তি পায় “পাঠান”। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে, সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভারতজুড়ে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

বক্স অফিসে শাহরুখ খানের সর্বশেষ কয়েকটি সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়নি। এরপর গত চার বছর ধরে মূখ্য ভূমিকায় বড় পর্দায় দেখা মেলেনি বলিউড বাদশাহর। অন্যদিকে, গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের উত্থানে বলিউডের চলচ্চিত্রগুলো ক্রমাগত মুখ থুবড়ে পড়ছিল। শেষ পর্যন্ত চার বছর পর রুপালি পর্দায় ফিরে মাথা নুইয়ে পড়া বলিউডকে আবারও চাঙা করে তুলেছেন কিং খান।

Loading

পোষ্টটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করতে পারেন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!